ABOUT PHANI BASU : ( An Article By ( late ) Kallol Biswas , I.A.S
( Publishesd in " Rajdhanir Kavita ", (1977), C -502 C.R park, Delhi-19 ,
ফনী বসু !
জন্ম ১৯৩১ সাল , বরিশালে । শিক্ষা লাভ করেছেন বরিশাল , কলকাতা ও দিল্লী বিশ্ববিদ্যালয়ে ।
পেশায় বিশেষজ্ঞ সরকারী চিকিত্সক। তিনি ইনজেকসন, অসুধ , থার্মোমিটার , স্স্ট্যথিস্কোপ ছাড়াও জানেন অনেক কিছু ! একজন মানুষ এক ই সাথে এতকিছু জানেন ভাবলে , - চোখ কপালে উঠে আসে !
ছবি -আঁকা , ভাস্কর্য , নাটক , গল্প , প্রবন্ধ তার হাত থেকে ফুটে বেরোয় ফুলের মতো !
কবিতার কথা তো আলাদা ই রইলো ।
তার তিনটে কাব্য-গ্রন্থ - ক্যাকটাস , দ্বিতীয় বৃত্ত , এবং মন-ময়ূর , কবিতা- পাঠকদের মনে নাড়া দিয়েছে ভীষণ ভাবে । দিল্লীও কলকাতার বহু পত্রিকায় তার লেখা চোখে পড়ে ।
তার ধারনা : ছন্দে সাজানো শব্দের ধূপ পুড়িয়ে পুড়িয়ে এক রকম আরাধনার ই অনি নাম কবিতা । পূজারী কি জানে তার দেবতার চেহারা কী ? যিনি আসেন , তিনি উপব্ধিতে আসেন বস্তুতে নয় । ছন্দের ব্যাপারেও ওর একটি বলিষ্ঠ মতামত আছে ।
উনি প্রায় ই বলেন :' ছন্দ ছাড়া ভালো গদ্য ও লেখা যায় না --- কবিতা তো নয় ই ' ।
( কল্লোল বিশ্বাস )
( Publishesd in " Rajdhanir Kavita ", (1977), C -502 C.R park, Delhi-19 ,
ফনী বসু !
জন্ম ১৯৩১ সাল , বরিশালে । শিক্ষা লাভ করেছেন বরিশাল , কলকাতা ও দিল্লী বিশ্ববিদ্যালয়ে ।
পেশায় বিশেষজ্ঞ সরকারী চিকিত্সক। তিনি ইনজেকসন, অসুধ , থার্মোমিটার , স্স্ট্যথিস্কোপ ছাড়াও জানেন অনেক কিছু ! একজন মানুষ এক ই সাথে এতকিছু জানেন ভাবলে , - চোখ কপালে উঠে আসে !
ছবি -আঁকা , ভাস্কর্য , নাটক , গল্প , প্রবন্ধ তার হাত থেকে ফুটে বেরোয় ফুলের মতো !
কবিতার কথা তো আলাদা ই রইলো ।
তার তিনটে কাব্য-গ্রন্থ - ক্যাকটাস , দ্বিতীয় বৃত্ত , এবং মন-ময়ূর , কবিতা- পাঠকদের মনে নাড়া দিয়েছে ভীষণ ভাবে । দিল্লীও কলকাতার বহু পত্রিকায় তার লেখা চোখে পড়ে ।
তার ধারনা : ছন্দে সাজানো শব্দের ধূপ পুড়িয়ে পুড়িয়ে এক রকম আরাধনার ই অনি নাম কবিতা । পূজারী কি জানে তার দেবতার চেহারা কী ? যিনি আসেন , তিনি উপব্ধিতে আসেন বস্তুতে নয় । ছন্দের ব্যাপারেও ওর একটি বলিষ্ঠ মতামত আছে ।
উনি প্রায় ই বলেন :' ছন্দ ছাড়া ভালো গদ্য ও লেখা যায় না --- কবিতা তো নয় ই ' ।
( কল্লোল বিশ্বাস )
No comments:
Post a Comment